ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

গাজীপুর ভোট: ১৭৬ কেন্দ্রের ফল 

নৌকা ১৯৮৬২৯, ধানের শীষ ৮৭৮৩৮ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ২৬ জুন ২০১৮ | আপডেট: ২১:৩৩, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৭৬টি কেন্দ্রের ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক পেয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬২৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৮৭ হাজার ৮৩৮ ভোট।   

এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে নৌকা পেয়েছে ৮ হাজার ৪৯৩ ভোট। আর ধানের শীষ পেয়েছে ৪ হাজার ৭৯৯ ভোট। 

বিভিন্ন উৎস থেকে পাওয়া অনানুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করা হয়। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এবারের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২৫টি। এর মধ্যে নানা অনিয়মের কারণে সাতটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে মোট সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।  

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি